পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চাগড় সদর উপজেলার দ্বারিকামারী কমিউনিটি ক্লিনিকে ফাইলেরিয়াসিস আক্রান্ত মানুষের সেবাদান কার্যক্রম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা শাখা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন। তাঁকে সহযোগিতা করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. মনিরুজ্জামান।
কর্মশালায় ফাইলেরিয়াসিসে আক্রান্ত এলাকার ১০ জন নারী পুরুষ রোগীকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য বার্তা প্রদান, ৫ প্রকার ব্যায়াম ও আক্রান্ত অঙ্গ ধৌতকরণ পদ্ধতি ব্যবহারিকভাবে শেখানো হয়।
তিনি বলেন, ফাইলেরিয়াসিসে আক্রান্ত ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ ও উপদেশ মেনে চললে সুস্থ জীবস যাপন করতে পারবেন। নিয়ম পালনের মাধ্যমে অনেকেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন।