——–রিতু নুর——–
হারিয়ে যাচ্ছে মাঠ ঘাট পথ প্রান্তর
হারিয়ে যাচ্ছে সব
বন জঙ্গলও হয়ে যাচ্ছে শহর।
কোথাও অভয়ারণ্য নেই,
খুঁজতে খুঁজতে আসি
গহীন বালুর চরে,
এখানেও লাল নীল বাতি জ্বলে,
কালের বহরে।
আমরা কোথায় যাব এই শহরে।
জানিনা কোথায় হবে শেষ ঠিকানা।
ওই’যে দূরে কাশফুলের বন,
বাতাসে করছে শনশন।
তাও নাকি বিক্রি হয়ে গেছে
বসুন্ধরা গ্রুপের কাছে।
একটু এগুতেই মরা নদী উঁচু নিঁচু ঢিলা
হয়তো তাও সমতল হয়ে যাবে
কিছুদিনের মধ্যেই,
দেশের এই অমূল্য সম্পদ সোঁদা মাটি
এখানেই এসে প্রাণখোলা মনে হাঁটি
আমার দেশের আঙিনায়
আজ আর শঙ্খচিল ডানা মেলে উড়ে না।
গাঙচিল ঘুরে না।
মিষ্টি মুখে শুধু ঘুরি আমি খুঁজি বাংলার রূপ
এই রূপ দেখতে ভালো লাগে আমার খুব।।