--------রিতু নুর--------
হারিয়ে যাচ্ছে মাঠ ঘাট পথ প্রান্তর
হারিয়ে যাচ্ছে সব
বন জঙ্গলও হয়ে যাচ্ছে শহর।
কোথাও অভয়ারণ্য নেই,
খুঁজতে খুঁজতে আসি
গহীন বালুর চরে,
এখানেও লাল নীল বাতি জ্বলে,
কালের বহরে।
আমরা কোথায় যাব এই শহরে।
জানিনা কোথায় হবে শেষ ঠিকানা।
ওই'যে দূরে কাশফুলের বন,
বাতাসে করছে শনশন।
তাও নাকি বিক্রি হয়ে গেছে
বসুন্ধরা গ্রুপের কাছে।
একটু এগুতেই মরা নদী উঁচু নিঁচু ঢিলা
হয়তো তাও সমতল হয়ে যাবে
কিছুদিনের মধ্যেই,
দেশের এই অমূল্য সম্পদ সোঁদা মাটি
এখানেই এসে প্রাণখোলা মনে হাঁটি
আমার দেশের আঙিনায়
আজ আর শঙ্খচিল ডানা মেলে উড়ে না।
গাঙচিল ঘুরে না।
মিষ্টি মুখে শুধু ঘুরি আমি খুঁজি বাংলার রূপ
এই রূপ দেখতে ভালো লাগে আমার খুব।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং