নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তা শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় সোমবার আদালতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলামসহ নয়জনকে আসামি করা হয়। আদালত মামলাটি থানায় রেকর্ডের নির্দেশ দেন। ২৪ ঘণ্টা পার হলেও মামলাটি এখনো রেকর্ড করা হয়নি। এর মধ্যে স্ত্রীর অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন ওসি খাইরুল ইসলাম। নিহত শহীদুল্লাহর স্ত্রীর মামলা আদালত আমলে নেওয়ার পর চান্দগাঁও থানায় গত একদিনে বেশ অদল-বদল হয়েছে। মামলার আসামি ওসি খাইরুল ছুটিতে চলে গেছেন। আরেক আসামি পরিদর্শক (তদন্ত) মনিবর রহমানকে বদলি করা হয়েছে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে ডিসি পশ্চিম কার্যালয়ের পরিদর্শক মো. ছাবেদ আলীকে। এখন তিনিই চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওসি খাইরুল ইসলামের ছুটি নেওয়ার বিষয়টি ঢাকা পোস্ট নিশ্চিত করেছেন নগর পুলিশ উত্তর জোনের ডিসি মোখলেছুর রহমান। তিনি বলেন, ওসির স্ত্রী অসুস্থ, এ কারণে তিনি ছুটি নিয়েছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং