স্টাফরিপোর্টার ।। পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৬টি পূজা মণ্ডপে জিআর চালের ডিও বিতরণ করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে পুজা মন্ডপের জন্য জিআর চালের ডিও বিতরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক চিশতি, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎজামান চৌধুরী জর্জ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, রেলপথ মন্ত্রীর সহধর্মিণী মোছা. শাম্মী আক্তার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরিমল দে সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সুষ্ঠভাবে যাতে পুজা উদযাপন হয় এবিষয়ে সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগামীতে চেষ্টা করবো যাতে অনুদানের পরিমাণ বাড়িয়ে এক টন করা যায়।”
তিনি বলেন, ধর্মের নামে, আন্দোলনের নামে গুজব ছড়িয়ে বিএনপি-জামাত দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কোনভাবেই যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান মন্ত্রী।
পরে রেলপথ মন্ত্রী দেবীগঞ্জ উপজেলার ১১৬টি পূজা মন্ডপের প্রত্যেকটির জন্য ৫০০ কেজি করে মোট ৫৮ টন জিআর চালের ডিও মন্ডপ কমিটির নেতাদের হাতে তুলে দেন। #