স্টাফ রিপোর্টর।। ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান।
এ সময় তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে। ভবিষ্যতে ভাতার পরিমাণ ও সংখ্যা বাড়ানো হবে। সভায় সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূল কর্মসূচি তুলে ধরে তিনি আগামীতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন।
ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় জানান, ইউনিয়নের পাঁচ হাজার ৪০৬ জন নারী পুরুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা ৭৫০ জন, বিধবা ভাতা ৫৮৯ জন, মাতৃত্ব ভাতা ৩৬৯ জন, মুক্তিযোদ্ধা ভাতা ১৯ জন, প্রতিবন্ধী ভাতা ২৭৫ জন, ভিডাব্লিউভি ভাতা ২৬২ জন প্রতি মাসে ৩০ কেজি চাল, চা শ্রমিক ভাতা পাঁচ জন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১১৪০ জনকে বছরে পাঁচ বার ৩০ কেজি করে চাল, ভিজিএফ কর্মসূচির আওতায় ১৮০০ জন দুটি ঈদে ২০ কেজি চাল, ৪০ দিনের কর্মসূচির আওতায় ১০২ জন, বীর নিবাস ও আশ্রয়ন কর্মসূচির আওতায় ৯৫ জন এবং টিসিবির আওতায় ১৬২৫ জনকে সুবিধা পাচ্ছে। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং