স্টাফ রিপোর্টর।। জেলা হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার পঞ্চগড় জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাদ জাহান সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, মেডিকেল বর্জ্য মানবদেহ ও পরিবেশের জন্য বিরাট হুমকি। সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা আওতায় আনতে হবে। তিনি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধি-২০০৮ তুলে ধরে বলেন, কোন ব্যক্তি এই বিধান লংঘন করলে দুই বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ডের অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।
হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান । এ ফাউন্ডেশনের সিনিয়র কর্মসূচি সমন্বয়কারী মাজহারুল ইসলাম মেডিকেল ব্যবস্থাপনার বিষয়ে কতিপয় প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাব বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখতে সিভিল সার্জনকে প্রধান করে একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরউল্লাহ, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক এওয়াইএম রাজিউল করিম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বক্তব্য দেন। বক্তারা মানব স্বাস্থ্যে ও পরিবেশের জন্য হুমকি স্বরুপ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা খুবই জরুরি বলে উল্লেখ করেন। #