এম বাদল খন্দকার।। ব্রাক্ষনবাড়ীয়া জেলা বান্জারামপুর ঘরে টুকে মাসহ দুই সন্তান কে গলা কেটে হত্যা করেছে দুবৃওরা।(১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ূব পুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আঔার(৩৫) বড় ছেলে মাহিন(১৪) ও ছোট ছেলে মহিন (৭)। অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর সাকেল) জনাব মোঃ সিরাজুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন। পুলিশ জানান ওই বাড়ি মালিক শাহ আলম দীর্ঘ দিন ধরে সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে থাকতেন। সকালে কাজের বুয়া এসে দেখেন বাড়ির গেইট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেইট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেইট খুলে ভিতরে প্রবেশ করেন।এসময় ঘরের মেঝে দেখতে পান সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই ছেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম জানান পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করছে। বিস্তারিত পরে জানানো হবে।