——-মো: খলিলুর রহমান———
বিবেকের কাগজ ঘুণের পেটে,
সঠিক বিচারের সক্ষমতা শূন্য।
জনতার ওপর চলিতেছে রোলার,
কর্তারা আচরণ করে বুন্যে।।
যাদের হাতে দশের কল্যাণ,
তাদের যোগ্যতায় উঠে প্রশ্ন।
ফালতু সময় হইতেছে ব্যয়,
ভাবের দরিয়ায় ভাসে কৃষ্ণ।।
হুমকি ধামকি ক্ষমতার দম্ভ,
বুক পকেটে দলের চিহ্ন।
ওতপেতে আছে উড়বে আকাশে,
বাঁশ মারিতে সবাই অভিন্ন।।
জনতার সামনে ঝুলিয়ে মুলা,
নেতারা বাজায় বাঁশির সুর।
বোকার স্বর্গে বন্দী জনতা,
তাদের গলায় চালায় ক্ষুর।।
দ্বিজাতি তত্ত্বে দেশের মানুষ,
দুই মেরুতে তাদের বাস।
ভেদাভেদ ভুলে সামনে চলো,
নইলে জাতির হইবে সর্বনাশ।।