——-মো: খলিলুর রহমান---------
বিবেকের কাগজ ঘুণের পেটে,
সঠিক বিচারের সক্ষমতা শূন্য।
জনতার ওপর চলিতেছে রোলার,
কর্তারা আচরণ করে বুন্যে।।
যাদের হাতে দশের কল্যাণ,
তাদের যোগ্যতায় উঠে প্রশ্ন।
ফালতু সময় হইতেছে ব্যয়,
ভাবের দরিয়ায় ভাসে কৃষ্ণ।।
হুমকি ধামকি ক্ষমতার দম্ভ,
বুক পকেটে দলের চিহ্ন।
ওতপেতে আছে উড়বে আকাশে,
বাঁশ মারিতে সবাই অভিন্ন।।
জনতার সামনে ঝুলিয়ে মুলা,
নেতারা বাজায় বাঁশির সুর।
বোকার স্বর্গে বন্দী জনতা,
তাদের গলায় চালায় ক্ষুর।।
দ্বিজাতি তত্ত্বে দেশের মানুষ,
দুই মেরুতে তাদের বাস।
ভেদাভেদ ভুলে সামনে চলো,
নইলে জাতির হইবে সর্বনাশ।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং