স্টাফ রিপোর্টারঃদ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বারঘর পাড়া এলাকা থেকে অস্ত্রসহ আসামি শাহ আলম (৪৫) কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
ধৃত শাহ আলম হোয়ানক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বারঘর পাড়া এলাকার মৃত আবুল হোসেন এর পুত্র।
১৬ অক্টোবর (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমানিক ৯ ঘটিকার সময় মহেশখালী থানার রাত্রিকালীন মোবাইল টিম ও বিশেষ অভিযান টিম এস আই/অপু দে এর নেতৃত্বে অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় অভিযান চালিয়ে হোয়ানক ইউপিস্থ ৯ নং ওয়ার্ড বারঘর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি থ্রি কোয়ার্টার (বন্দুক) উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তি।
আটক শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।