নিজস্ব প্রতিবেদক।।সড়ক দুর্ঘটনায় আহত ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তারের(৬) পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যরিস্টার নূর উস সাদিক চৌধুরী।
গত শুক্রবার রাতে তিনি সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মুন্সিপাড়া খারুয়া ডাঙ্গা এলাকায় বাচ্চাটিকে দেখতে যান এবং তাঁর চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় শিশুটির বাবাকে ব্যরিস্টার নূর উস সাদিক চৌধুরী বলেন, শিশুটি সুস্থ্য হতে যা কিছু প্রয়োজন, আমি সবকিছু সহযোগিতা করবো। যে কোন সময়, যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমার বাবা-দাদা এই এলাকার মানুষের পাশে ছিলেন, আমিও তাদের মত আপনাদের সেবা করে যেতে চাই।
এ সময় ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের উপ প্রচার সম্পাদক আসাদুজ্জামান রনি ব্যরিস্টার নূর উস সাদিক চৌধুরীর সাথে ছিলেন।
এর আগে গত ০৬ অক্টোবর খারুয়াডাঙ্গা এলাকায় শিশু হাবিবা দাদির কাছ দৌড় দিলে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে আহত হলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয় তার স্বজনরা। সেখানে ব্যরিস্টার নূর উস সাদিক চৌধুরী তাকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। একই সাথে বাচ্চাটিকে সুস্থ করতে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
উল্লেখ যে, ঠাকুরগাঁও-১ আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ব্যরিস্টার নূর উস সাদিক চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য।