কুদরত আলী, রুহিয়া থেকে।। বর্তমান সরকারের সময়ে ইউনিয়নের বিভিন্ন পর্যায় সরকারি উপকার ভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ নং আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড, অরুণাংশু দত্ত টিটো।
ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, ৩ নং আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সকল উপকার ভোগীগণ।
ইউপি চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্যে বলেন ইউনিয়নে প্রায় ৫ হাজার জন উপকার ভোগী রয়েছেন আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে এসব সরকারি ভাতা বৃদ্ধি করা হবে তাই আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে বক্তব্য রাখেন ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যড অরুণাংশু দত্ত টিটো সকলের উদ্দেশ্য বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার সারাদেশে কোটি কোটি গরিব ও অসহায় মানুষকে সচ্ছলতার জন্য বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, টিসিবিসহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করেছেন। তিনি বলেন বিএনপি সরকারের সময়ে ইউনিয়নে ৫০-৫৬ জনকে বয়ষ্ক ভাতা দিতেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শতভাগ বয়স্ক ভাতা প্রদান করেছেন, আপনারা যেহেতু সরকারি বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন তাই আপনারা সকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন বলে আশা করি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং