----- মোঃ আবু তাহের-----
আমি চিৎকার করে বলতে পারিনা আমি অভাবে আছি, তাইতো রোগ-বালাইয়ের অজুহাতে রিক্সাভাড়া বাঁচিয়ে হেঁটে চলি,
কারণ, আমি মধ্যবিত্ত!
আমি নতুন কাপড় পড়ে অন্যের সামনে যেতে লজ্জা করি,
তাইতো নতুন কাপড় লোকচক্ষুর আড়ালে পড়ে পুরাতন করি,
আমি রোজসকালে ঘুম থেকে উঠে টং দোকানের চা খেয়েই বেড়িয়ে যাই,
আমি শ্যামলা ময়লা টি-শার্টটার কলার উচু করতেও ভয় পাই,
আমি মধ্যবিত্ত!
আমি বড় হয়েছি, পকেটের খরচ বেড়েছে, তবুও বাবার কাছে হাত পাততে সংকোচ বোধ করি,
পকেট খালি, তাই মায়ের পিছে ঘুর ঘুর করে আঁচলে বাঁধা টাকা আত্মসাত করি,
কারণ, আমি মধ্যবিত্ত!
আমি বিত্তবান বন্ধুদের এড়িয়ে চলি,
আমি প্রচন্ড শীতেও সস্তা জ্যাকেট গায়ে দিয়েই দিনরাত পার করি,
আমি প্রতিবাদী হয়েও গলা বাজাতে দ্বিধা করি,
অন্যায় অত্যাচারে প্রতিনিয়ত নিজেকে অভ্যস্ত করার অভ্যাস গড়ি,
কারন,
আমি মধ্যবিত্ত!
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং