বিনোদন প্রতিবেদক।। ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি দুই বছরের বিরতি; এরপর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তবে দিন কয়েক বাদেই বন্ধ করতে হয়েছে কাজ। কারণ জ্ব’র নিয়ে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। গত চারদিন ধরে হাসপাতালে চি’কিৎসাধীন আছেন পরী। বর্তমানে তাঁর শারী’রিক অবস্থা খুব একটা ভালো না। ঠান্ডা-জ্ব’র কমেনি, কমেছে প্রেসার। যে কারণে সবার কাছে দোয়া চেয়েছেন ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী।
নায়িকা পরীমণি বললেন, ‘আজ চারদিন হলো হাসপাতালে ভর্তি। শরীরটা খুব একটা ভালো না। ঠাণ্ডা-জ্ব’র কমেনি, প্রে’সারও কমে গেছে। তাছাড়া নানু ভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে অন্যরকম একটা সময় পার করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন আমাদের সুস্থ করে দেন।’
পরীমণি শুটিংয়ে ফিরেছেন ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের সিনেমা দিয়ে। পরিচালনায় আছেন রেজা ঘটক। এতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরী মণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে।