হরিপুর প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নের খোলড়া গ্রামের মোঃ শরিফুল হুদার ছেলে মোঃ বায়েজিদ বোস্তামি (১২)নামে এক শিক্ষর্থীর গলিত লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। তথ্য সুত্রে জানা যায়, উক্ত শিক্ষার্থী
খোলড়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্র।গত ৪ অক্টোবর ২০২৩ ইং সকালে বাড়িতে বের হলে আর বাড়িতে ফিরে আসেনি পরে পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুঁজি করে কোনো খোঁজ না পেয়ে ৯ অক্টোবর ২০২৩ ইং তারিখে হরিপুর থানায় একটি জিডি করে,জিডি নং- ৩৬৩। ১৭ অক্টোবর মঙ্গলবার ২০২৩ ইং বিকাল আনুমানিক ৪ টায় ৬ ভাতুড়িয়া ইউনিয়নের ভুতডাঙ্গী কুলিক নদীর লেহেম্বা ঘাটের স্ব নিকট স্থানীয়রা একটি গলিত লাশ দেখতে পায় এবং হরিপুর থানায় খবর দেয়।সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামএবং,এ এস আই মাসুদ রানা ছুটে যান এবং লাশটি উদ্ধার করেন।
নিহতের পরিবারের লোকজন লাশের পরনের কাপড় দেখে তার নিজ সন্তানের লাশ শনাক্ত করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।