ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চিলারং ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, হামলার
শিকার হওয়া ছাত্রলীগ নেতা শংকর দেব (২৩) চিলারং ইউনিয় ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ওই এলাকার শ্রী: ঝালওয়া দেবের ছেলে। আর অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৯) চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়ভাঙ্গা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
হামলার শিকার ছাত্রলীগ নেতা শংকর দেব জানান, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে একটি প্রোগ্রামের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে যাই। যাওয়ার পর বাজারে একটি দোকানে বসে ছিলাম। বসা মাত্র পিছন থেকে আমার উপর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তার হাতে থাকা গাছের শক্ত ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় আমার পিঠ ও শরীরের বিভিন্ন অংশ জখম হয় এবং হাত দিয়ে প্রতিহত করতে গেলে লাঠির আঘাতে হাত ভেঙে যায়। সেই সাথে তিনি বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন এবং এক্সরে রিপোর্টে দেখা যায় আমার বাম হাতে হাড় ভেঙে গেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করে।
তবে অভিযোগের ব্যাপারে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ও আমার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির নামে ফেসবুকে বিভিন্ন রকম বাজে মন্তব্য ও তথ্য ছাড়াচ্ছিল শংকর। এ সময় তার সাথে বিষয়টি নিয়ে কথা বলার এক পর্যায়ে দুজনের মাঝে একটু হাতাহাতি হয়। তবে হাত ভেঙে যাওয়ার মত কোন কিছু ঘটেনি।
চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন জানান, বিষয়টি আমি শুনেছি নিজেদের মধ্যে এটা মোটেও কাম্য নয় আর গতকাল অসুস্থ সেই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম তবে বিষয়টি নিয়ে ইউনিয়ন পার্টি অফিসে বসে মীমাংসা করা হবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ওসি ফিরোজ কবির জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং