নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী, হরিপুর, রানীশংকৈল (আংশিক) তথা ঠাকুরগাঁও ২ আসনের ৯৪ টি পূজামণ্ডপ শান্তিপূর্ণভাবে “শারদীয় দুর্গাপূজা” চলমান সার্বিকভাবে সহযোগিতা ও ঠাকুরগাঁও ২ আসনের জনগন সহ সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও ২ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মানবতার ফেরিওয়ালা খ্যাত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
তিনি যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিয়ে সম্পূর্ন শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও অকুন্ঠ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরো বলেন আন্তরিকতাপূর্ন সহযোগিতা মনোভাব দুর্গাপূজা উৎসবকে যেমন শান্তিপূর্ণভাবে আয়োজন ও সহযোগিতা করেছে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । জনগণকে সাথে নিয়েই জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনসেবায় এগিয়ে চলবে।
শারদীয় এই দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করতে ঠাকুরগাঁও জেলা,বালিয়াডাংগী, হরিপুর উপজেলা পুলিশের সকল ইউনিট, স্থানীয় জনপ্রতিনিধিগণ, জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট একযোগে ‘টিম ঠাকুরগাঁও হিসেবে কাজ করেছেন। সকলের সম্মিলিত এই প্রয়াসের মাধ্যমেই শান্তিপূর্ণ এমন আয়োজন সম্ভব হয়েছে। “শারদীয় দুর্গাপূজা” শান্তিপূর্ণভাবে উপভোগ করার জন্য ঠাকুরগাঁও জেলার জনগন সহ সকল সনাতন ধর্মাবলম্বীদের আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।