-মো: আবু তাহের
ভাবছি দুদিনের জন্য
নির্বাসনে যাবো,,
প্রাণভরে গাইবো,
“বুকের ভেতর দুঃখের আলমিরা খুলে দিলাম।
দুঃখদের আজ সুখের দিন।
নির্বাসিত সুখেরা ঘরে ফিরেছে।
সুখেদের এ এক সদর্প প্রত্যাবর্তন
শুক্লপক্ষের চাঁদ বুঝি তাই স্বরূপে ফিরেছে।
তোমাকে ভেবে রাতদুপুর কষ্টে ডুবে থেকে এটুকু অন্তত জেনেছি, তুমি আমার নও।
হতে পারবে না আর কোনোদিন।
ঘাটেঘাটে তোমার নোঙর বাঁধা
মিছেই তোমাকে ভেবে দুঃখপোষা।
একমনে কতজনকে বাঁধা যায় তোমাকে দেখার আগে ভাবনায় ছিল না আমার!
আমি একজনকে বাঁধতে চেয়েই প্রতারিত বারবার।
সুখেদের মুক্ত করবার এই দিনে দুঃখরা নির্বাসনেই থাক।
তুমিও মুক্ত হও, চিরতরে।”