।। মোঃখলিলুর রহমান ।।
পশুর জীবনের নিরাপত্তা আছে,
ফিলিস্তিনিরা প্রহর গুনে ঝুঁকিতে।
মাসুম শিশু মারে র্নিবিচারে,
নাটাই ঘুরায় বসে আমেরিকাতে।।
মুসলিম নিধনের নব্য গণেশ,
কতো কাল আর রইবে টিকে।
মোড়লের সলিল সমাধি রচিবে,
আসমানী গজবে মহা আটলান্টিকে।।
দলিত শ্রেণিতে পরিনত মুসলিম,
হারিয়ে ফেলেছে ঈমানী জোর।
তাগুদিরা ব্যস্ত ভীতি প্রদর্শনে,
হামাস রচিবে তোদের গোর।।
হাসপাতালে বোমার হামলা কেন?
গর্হিত আচরণেও বিশ্ব চুপ।
রসূনের বংশ হইবে ধ্বংস,
সবাই দেখে মোড়লীপনার নগ্ন রূপ।।
বিতাড়িত জাতি মারমুখো অতি,
বাতিলের সাথে মিলাবেনা হাত।
সত্যের কাছে মিথ্যার পতন,
ধৈর্যের সাথে কাটাও রাত।।
তাগুদের জয় হয়নি কভু,
তপন পশ্চিমে অস্ত যায়।
স্রষ্টার বিধান দিয়েছে সমাধান,
লাহাবীয় ফাঁস লাগাবে গলায়।।
শক্তির দ্বারা ভক্তি মিলেনা,
প্রতিশোধের বীজ বপিত অন্তরে।
সুন্দর পৃথিবী ধ্বংস করার,
আগ্রাসী নীতিটা আদতে ভ্রান্তরে।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং