1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

তাতিপাড়ার সুজনের বিরুদ্ধে ‘যৌন হয়রানির’ অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। ফেসবুকের ইনবক্সে যৌন হয়রানির একটি ট্রেন্ড চালু হয়ে গেছে যেন দেশে। সামনাসামনি কিছু বলার চাইতে ইনবক্সে হুট করে বলে ফেলা যায়, তারপর অবস্থা বেগতিক দেখলে আমার ফেসবুক ‘কাজের ছেলে’ চালায়, কিংবা হাইডি ‘হ্যাক হয়েছে’ বলেও পার পাওয়ার চেষ্টা করে লম্পটরা। আর ভুক্তভোগীরা পুলিশ, মামলা এসব করার ঝামেলায় যেতে চায় না, এটাও লম্পটদের শক্তির জায়গা। এবার এক যুবকের অশ্লীল কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক তরুণী।

অভিযুক্ত সুজন মিয়া (২৬) কুড়িগ্রাম জেলার নতুন অনন্তপুর তাতিপাড়া এলাকার মোঃ নুরুজ্জামান ও শামসুন্নাহার দম্পতির ছোট ছেলে। তার বিরুদ্ধে ওই তরুণীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে ভুক্তভোগী ওই তরুণী তার ব্যবহৃত ফেসবুক আইডিতে হয়রানি হওয়ার বিষয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে না থাকা Sujon Miya নামক ফেসবুক আইডির এক অপরিচিত ব্যক্তি আমার ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল এসএমএস দেয়। আমি লজ্জায় ঘৃণায় স্তব্ধ হয়ে যাই। তিনি আমাকে যৌন মিলনের মতো কুপ্রস্তাব দেয়।

ওই তরুণী তার ফেসবুক স্ট্যাটাসে আর উল্লেখ করেছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে কয়েকজন আপুর সঙ্গে ঘটনাটি শেয়ার করায় তারা সাহস দিয়েছে। আপুদের কাছে শেয়ার করার পর শুনলাম— সে এমন ধরনের খারাপ কথা অনেককেই বলেছে। একজন খারাপ, তার মানে সবাই খারাপ না। কিন্তু এমন কিছু মানুষের জন্য সবার বদনাম। প্রতিবাদ না করলে এরা আরও মেয়ের অপদস্থ ও সর্বনাশের চেষ্টা করবে।’
স্ট্যাটাসের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের দুটি স্ক্রিনশট ও একটি লিংক দেওয়া আছে। লিংকটিতে ক্লিক করলে দেখা যায় সুজন মিয়া নামে একজনের ফেসবুক আইডি। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছেন তার এমন ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, এটা সুজন মিয়ার আইডি।

ভুক্তভোগী তরুণী বলেছেন, গত অক্টোবর মাসে প্রথম মেসেজ দিয়ে তিনি কেমন আছো, খেয়েছো, কি করছো, ছবি দাও, নাম্বার দাও- বলে ব্যক্তিগত বিষয় জানতে চেয়ে আরও নানা প্রশ্ন করেন। আমি তার মেসেজের কোন রিপ্লাই না দিয়ে ইগনোর করলে হঠাৎ তিনি অশ্লীল কথা লিখে ইনবক্সে পাঠান। প্রস্তাব দেন তার সাথে যৌনমিলনের।

তরুণী বলেন, শীঘ্রই আমি তার বিরুদ্ধে মামলা করব। এমন লম্পটদের কঠোর বিচার হওয়া উচিত। নয়তো তারা আরও সহজ সরল মেয়েকে ভুক্তভোগী বানাবে।

এ বিষয়ে অভিযুক্ত সুজনের বক্তব্য জানতে চাইলে তিনি আইডির সত্যতা নিশ্চিত করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং