ক্রীড়া প্রতিবেদক।।চলতি বছরের মার্চে নতুন করে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শুরুর কয়েক সিরিজে সাফল্য পেলেও ধীরে ধীরে মুদ্রার উল্টো পিঠও দেখতে শুরু করেন তিনি। সর্বশেষ চলমান বিশ্বকাপেও তার অধীনে ভরাডুবি দেখছে দেশের ভক্ত-সমর্থকরা। ক্রমাগত এই ব্যর্থতার কারণে কোচের ওপর ক্ষোভ জমেছে দেশের ক্রিকেট ভক্তদের।
আর এমন এক বাজে টুর্নামেন্ট চলাকালীন সময়ে হাথুরু জানালেন আসল কাজ হবে তার বিশ্বকাপ শেষে। এর আগে কিছুই করার ছিল না বলেও জানিয়েছেন এই কোচ।।
আগামীকাল (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগার এই প্রধান কোচ বলেন, 'আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।'
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং