নিজস্ব প্রতিবেদক।। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন চলছে। তৃতীয় দফার এই অবরোধে সড়কে দূরপাল্লার গাড়ি তুলনামূলক কম চললেও রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের চাপ রয়েছে। ফলে লোকজন অনেকটা স্বাচ্ছন্দ্যেই নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। আর ঘোষণার অংশ হিসেবে অবরোধ চললেও সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে দেখা যায়নি অবরোধের ডাক দেওয়া বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে।
বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান ও মহাখালী এলাকা ঘুরে অবরোধের এই চিত্র দেখা গেছে।
অফিসগামী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে যানবাহন থাকায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে তারা যাতায়াত করতে পারছেন। এমনকি সড়কে কোথাও অবরোধের প্রভাব দেখেননি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং