নিজস্ব প্রতিবেদক ।। ‘মানুষ আমার থেকে অনেক টাকা পাবি। সুদে টাকা ধার নিয়েছি। সেগুলো ফিরত দিতে পারতেছি না। একা মানুষ ইনকাম করে খাই। একটা ভ্যান ছিল সেটাও বেইচে দিছি। এখন পাওনাদারেরা টাকা চাইতে আইলে বিষের সিসা দেখিয়ে ভাগায়ে দেই। কিন্তু এভাবে কয়দিন? হঠাৎ একদিন খেয়ে মরে যেতে হবে। তাছাড়া উপায় কি।’
এভাবেই দৈনিক ঝড় কে সব সময় কাছে বিষের বোতল রাখার কারণ বলছিলেন নাটোরের সদর উপজেলার বারঘরিয়া গ্রামের কাসেম উদ্দিনের ছেলে রেজাউল করিম। তিনি লন্ডনে যাওয়ার জন্য প্রতিবন্ধী নারী জুলেখা আক্তার জুলির কাছে ৫ লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন।
কথিত ‘মেডিকেল কেয়ার ওয়ার্কার’ ভিসায় লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলে সারাদেশের ৯৭ জন থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেন নাটোরের প্রতিবন্ধী জুলেখা আক্তার জুলি। প্রতারিত ৯৭ জনের ভেতর রেজাউল করিম একজন।