-------রিতু নুর-------
স্বপ্ন পূরণের আশায় লালন করি
পশু পাখি,
সারাদিন ওঁদের সাথে সাথে থাকি।
ডিম পারলে জমিয়ে রাখি,
শুক্রবার এলে হাটে যাই।
ডিম বিক্রি করে
সংসার চলে আমার ভাই।
আরো আছে
আমার কিছু গরু ছাগল,
কখনো কখনো
ওদের পিছু ছুটতে ছুটতে
হয়ে যাই পাগল।
আমি এক বিরঙ্গনা নারী,
কখনো কাঁদি কখনো রাঁধি
এভাবেই করি স্বপ্ন পূরণ
নিরব কষ্ট আমার চোখে মুখে
তবু ক্ষণে ক্ষণে,
ভাওয়াইয়া গান ধরি সুখে।
এভাবেই কত বসন্ত হল পার
কখনো তপ্ত রোদে পুড়ে,
জীবনটা জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার।
এই সবি'তো স্বপ্ন পূরণের আশায়,
গৃহপালিত জীবজন্তুু ধরে রাখি ভালবাসায়।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং