স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় পৌরসভার ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের এক সমাবেশে পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও্ পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন- “মধ্যপ্রাচ্যে যেভাবে ১০ টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে একই ভাবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেও ঘাঁটি বানানোর নীলনকশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের নীলনকশা বাস্তবায়নে প্রধান বাঁধা শেখ হাসিনা, আর তাই বাংলাদেশে তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে।”
পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের সমাবেশে তিনি এসব কথা বলেন
মুক্তা বলেন- “বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদফতর যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। কথিত ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে সিরিয়ায় এক হাজার সৈন্যের ঘাঁটি করেছে! এমনিভাবে কুয়েতে ১৪ হাজার, সৌদিআরবে তিন হাজার, আরবআমিরাতে চার হাজার, কাতারে আট হাজার সহ ইসরাইল, জর্ডানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সমূহে রয়েছে ৪৫ হাজারেরও বেশী আমেরিকার সৈন্য!”
সমাবেশে পৌরসভার ২৫টি জামে মসজিদের ইমামসহ আটোয়ারি ও তেঁতুলিয়ার ইমাম ও আলেমগণ অংশ নেন। আলোচনা শেষে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আনম আব্দুল করিম দোয়া পরিচালনা করেন।
সমাবেশে বক্তারা বলেন – গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ও হামাসের সাথে ইসরাইলের যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের অধিক নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ৪ হাজার নারী ও শিশু নিহত হয়েছে। ইসরাইলিরা বেসামরিক নাগরিকদের আবাসিক এলাকা এমন কি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে বোমা হামলা করে মানুষ হত্যা করছে। বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মার্কীনিরা নির্লজ্জভাবে ইসরাইলের পক্ষে যুদ্ধে অংশগ্রহন করেছে। আজ মার্কীনিদের পাপেট জাতিসংঘ সেখানে বেহায়ার মত নিশ্চুপ রয়েছে! বাংলাদেশে ইসলাম নিয়ে যারা রাজনীতি করতে চায় সেই বিএনপি-জামায়াতের সাথে মার্কিনদুতাবাসের ঘনিষ্ট সম্পর্ক দেখে সন্দেহ হয়। এরা বাংলাদেশেও মার্কিন ঘাঁটি বানিয়ে মুসলমানদের কন্ঠ রুদ্ধ করতে চায়। সমাবেশ থেকে মসজিদে মসজিদে খুদবায় মুসুল্লিদের এ বিষয়ে সচেতন করবার আহ্বান জানানো হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (আটোয়ারী-পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ছাত্র সমাজের অহংকার- তরুনদের হৃদয়ের স্পন্দন- নক্ষত্রের মত বিশাল হৃদয়ের অধিকারী- উত্তর জনপদের কান্ডারী- সকলের অত্যন্ত আস্থার ঠিকানা- অদম্য এই নেতা যেমন জনগনের নেতা তেমনই তিনি আওয়ামী লীগ এর নৌকার মাঝি। জনগনের পূর্ণ সমর্থন ও নেত্রীর পালের ছায়ায় সারাজীবন জনগনের ভালবাসায় সিক্ত হতে চান। নাঈমুজ্জামান মুক্তা বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশি ও ইনশা আল্লাহ পাবো। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন।
নাঈমুজ্জামান মুক্তা বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তার দৃঢ় নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আর তারই সুযোগ্য উত্তরসূরী সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা-সমাবেশে। ইতোমধ্যে তিনটি উপজেলা সদরে ৩০ লক্ষাধিক মানুষের সমাবেশ করেছেন। এসব সমাবেশ মূলত আগামী নির্বাচনে তাঁকে মনোনয়নের দাবিতে অনুষ্ঠিত হয়। মাঠের নেতা নাঈমুজ্জামান মুক্তার ধ্যান-জ্ঞান পঞ্চগড়ের উন্নয়ন। এ লক্ষ্যে ” হামার স্বপ্নের পঞ্চগড় হামরা গড়িমো” শিরোনামে সামাজিক আন্দোলন চালিয়েছেন এবং এখনো নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন তিনি। এ আন্দোলনের উল্লেখযোগ্য কর্মসূচি ছিলো ও চলছে।” স্বপ্ন কুড়ানো আঙ্গিনায়” শিরোনামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে উঠান বৈঠক করে স্বপ্নের পঞ্চগড় কেমন দেখতে চাই’ নামে আঞ্চলিক ইশতেহার। কলেজ-মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনী’ বিতরণ ও পাঠচক্রের আয়োজন। ” লক্ষ মুজিব ঘরে ঘরে” শিরোনামে প্রথমবারের মতো ভোটারদের আকৃষ্ট করতে ক্যাম্পেইন, ‘স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার অবদান’ সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিলান্সিং সহ বিভিন্ন কাজে প্রশিক্ষণ দান ইত্যাদি। গত ১৫ বছরে শিক্ষা চিকিৎসাসহ নানান ভাবে সহযোগিতা ও সামাজিক নানান কর্মকান্ড পরিচালনা করে এলাকার মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন মুক্তা।
এদিকে, বাংলাবান্ধা থেকে আলোয়াখোয়া, বলরামপুর থেকে ফকিরগঞ্জ, ফকিরগঞ্জ থেকে পঞ্চগড়, পঞ্চগড় থেকে চাকলাসহ পঞ্চগড় এক আসনের ২৩ ইউনিয়ন এবং পৌরসভায় পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নাঈমুজ্জামান মুক্তাসহ আওয়ামীলীগ কর্মীরা উন্নয়ন ও শান্তির বার্তা নিয়ে মাঠেই আছেন। তিনি বুধবার সারাদিন তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের পথে-প্রান্তরে। এ সময় তিনি নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন, শেখহাসিনা উন্নয়ন বার্তা প্রচার করে আগামীতে নৌকা মার্কায় ভোট দানের আহবান জানান। তিনি বলেন, হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। #