----শাহনাজ পারভীন মিতা-----
সবাই বলতো মেয়েটিকে
বলতো সবাই সেই ছোট্ট বেলা থেকেই
তুমি খুব মিষ্টি দেখতে ,
কিন্তু রঙটা একটু কালো।
এত সুন্দর টানা টানা মায়াবী চোখ !
কী গভীর কায়া,সমুদ্রের উত্তাল জল,
খেলা করে ওই নিবিড় দুচোখে।
শুধু রঙটা যদি একটু উজ্বল হতো,
তবে কতই না সুন্দর হতে তুমি !
মেয়েটি অবাক হয়ে ভাবতো
আয়নায় চোখে চোখ রেখে,
স্বর্গের মেনকা বা উর্বশী ,সে দেখতে কেমন
বা বেহেশতের হুর !
জানে না সে শুধুই ভাবায় ।
গহন অরণ্যে যে বুনো ফুল ফুটে রয়
অযত্নে অবহেলায়,
সেও তো সুন্দর ওই অপরুপ টিউলিপের মতন।
তবে সে কেনো নয়!
কালো মেয়ের মায়াবী মুখ
সে কি হারায় শুধুই গৌড় বর্ণের কাছে!
কোঁকড়া দীঘল কালো চুল
যেখানে খেলা করে মেঘবরণ রুপ।
শুধুই দেখার দৃষ্টি মনের আয়নায়।
রঙধনুর রঙে তো কালোই উজ্জ্বল
রুপ কী শুধুই দেহের বর্ণে !
মেয়েটি ভাবে ,বর্ষায় নীল আকাশ ছুঁয়ে
কালো মেঘে যা ঢেকে থাকে,
অবিরাম অন্তহীন বর্ষনে,
মনের প্রান্তর জুড়ে ।
নাকি শরতের নীল আকাশ
সাদা মেঘের ভেলা গহন অন্তরে
বুঝতে পারে না গভীর অনুভবে ।
মনের অন্তহীন গভীর ভালোবাসা
অন্তরে খুঁজে ফেরা মুক্তো ঝিনুকে,
অবিরাম দহন বিস্তৃত হাস্যমুখে
পৃথিবীর বুকে অবারিত প্রেমের আলোকে।
যা খেলে যায় এই নিঃসীম পৃথিবীর বুকে
সেখানে রঙের বিবর্ণতা কতটুকু বা
ছোঁয়া ফেলে,
বুঝতে পারে না মেয়েটি সে কথা
শুধুই ভাবে কাজল চোখের কালো মেয়েটি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং