স্টাফ রিপোর্টার।। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা পর পরই পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় অজানা আতঙ্কে শহরের প্রধান সড়কের পাশে দোকান পাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। মিছিলে আগামী ৭ জানুয়ারি শুভ দিন নৌকা মার্কায় ভোট দিন, বার বার দরকার শেখ হাসিনার সরকার শ্লোগান দেওয়া হয়। #