ফজলার রহমান গাইবান্ধা থেকেঃ-গাইবান্ধার ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অন্য শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, ১৬ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে মিরাজ (৪) ও মেয়ে রুকাইয়া (৩) সবার অজান্তে পুকুরের পারে খেলতে থাকা অবস্থায় পানিতে পড়ে যায়। এসময় বাড়ির আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করলেও মিরাজকে (৪) মৃত্যু অবস্থায় উদ্ধার করে। এসময় সঙ্গে থাকা অপর শিশু রুকাইয়াকে (৩) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরন করে।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পারভেজ পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।