1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

একজন প্রবীণ গণমাধ্যমকর্মীর চোখে মুক্তা একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ ।। গণমাধ্যমের পেশায় আপাত দৃষ্টিতে শ্রেণিভেদ না থাকলেও জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের বলা হয় মফস্বল সাংবাদিক। গ্রাম, শহর বা গঞ্জের যাবতীয় সংবাদ দেশে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা ও টেলিভিশন চ্যানেল গুলোতে মফস্বল পাতা ও গ্রামগঞ্জের খবর প্রকাশ ও প্রচার করা হয়। অবশ্য অতি গুরুত্বপূর্ণ সংবাদ বা সচিত্র প্রতিবেদন পত্রিকাগুলোর প্রথম বা শেষ পাতায় আর টেলিভিশনে পিক আওয়ারে সম্প্রচারিত সংবাদে সম্প্রচার করা হয়। যদিও মফস্বলের পরিসর অনেক বড়। আবার মফস্বল সাংবাদিকতায় একজন সংবাদকর্মী সকল বিটে কাজ করার সুবাদে বাড়তি পরিশ্রম ও সময় দুটোই বেশি করতে হয়। সংবাদ বা প্রতিবেদন তৈরিতে একজন গণমাধ্যমকর্মীর পরিশ্রমের দিক দিয়ে বিচার করলে দেখা যায়, মফস্বলে কর্মরত গণমাধ্যমকর্মীদের কাজের যেন অন্ত নেই। দিনান্ত ছুটতে হয় জেলার বিভিন্ন প্রান্তে। কাজের ক্ষেত্র অনেক বেশি হওয়ায় সংবাদ সংগ্রহে সোর্সের সংখ্যা ও সংবাদ বা প্রতিবেদনের প্লট সংখ্যাও অনেক বেশি। একই কারণে জেলার প্রত্যন্ত এলাকায় সকল শ্রেণি পেশার মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় গণমাধ্যমকর্মীদের। স্থানীয় লোকজনের সাথে দৈনন্দিন দেখা সাক্ষাত হওয়ায় ব্যক্তিগত পরিচিতিও তৈরি হয়। আর এ ব্যক্তিগত পরিচয়কে কেন্দ্র করে আমি যতটুকু জেনেছি বা বুঝতে পারছি তাতে আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ সংসদীয় আসনে জননন্দিত নেতা, দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষের অতি আপনজন ও পরিচ্ছন্ন রাজনৈতিককর্মী নাইমুজ্জামান মুক্তা একজন কাঙ্খিত প্রার্থী। ব্যক্তিগতভাবে জেলার সব রাজনৈতিক দলের অধিকাংশ নেতাকর্মীর সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। যেকারণে এ লেখা কারও কষ্টের কারণ হোক এটা প্রত্যাশা করি না বা উদ্দেশ্যও নয়। সম্প্রতি অনলাইন ভার্সনে নাইমুজ্জামান মুক্তা রচিত * একজন রাজনৈতিক কর্মীর অর্ঘ নিবেদন * নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। তাতে উন্নয়নের কবি এবং বদলে যাওয়া বাংলাদেশের প্রচ্ছদ জননেত্রী শেখ হাসিনার গত পনেরো বছরের উন্নয়ন কর্মকাণ্ড ও লক্ষ্য, মুক্তা ভাইয়ের বক্তব্য, লক্ষ মুজিব ঘরে ঘরে, কন্যারা আগে বাড়ো, শেকড়ের কাছে কাছে কান পেতে, হাত মিলাও, মানুষের জন্য মানুষ, উৎসব ও পার্বণ উদযাপন, ক্রীড়া, মুজিব বর্ষ, স্বপ্ন কুড়ানোর আঙ্গিনায়, তারুণ্যের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হোক, ডিজিটাল বাংলাদেশ, কর্মী প্রশিক্ষণ, সবার উপরে মানুষ, দোয়ার দরখাস্তসহ বেশকিছু বিষয় অল্প কথায় সুনিপুন ভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে পঞ্চগড়, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার সাধারণ মানুষের সাথে নিবিড় ও আস্থা অর্জনে উঠোন বৈঠক, তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে রাত যাপন, তরুণ তরুণীদের অনুপ্রাণিত করাসহ জনসম্পৃক্তার বিষয়ে অসংখ্য কাজ করে এরই মধ্যে সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন। মাঠ-ঘাট থেকে শুরু করে শহরেও এখন আস্থা ও বিশ্বাসের নাম নাইমুজ্জামান মুক্তা। আগেই বলেছি, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার ব্যক্তিগত জনমত জরিপ ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে নাইমুজ্জামান মুক্তা একজন পরিচ্ছন্ন কর্মী। যেটা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। আসছে জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চগড় ১ আসনে নৌকার মাঝি হিসেবে নাইমুজ্জামান মুক্তাকে উপহার দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে পঞ্চগড়কে সত্যিকারের অর্থে পরিচ্ছন্ন ও অর্থনৈতিক সমৃদ্ধ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব বলে আমি মনে করি। তাছাড়া তরুণ প্রজন্মের কাছে নাইমুজ্জামান মুক্তা শুধু একটি রাজনৈতিক নেতার নামই নন; তিনি একটি আদর্শ। যার হৃদয় জুড়েই তাছাড়া তরুণ প্রজন্মের কাছে নাইমুজ্জামান মুক্তা শুধু একটি রাজনৈতিক নেতার নামই নন; তিনি একটি আদর্শ। যার হৃদয় জুড়েই আছে আস্থা ও বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং