ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃনবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের পুরাতন বন্দরে ঐতিহ্যবাহী নবান্ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার হিন্দু ধর্মবলম্বীদের নবান্ন উৎসব উপলক্ষে ভোর থেকে এ মেলা অনুষ্ঠিত হয়।
ভোরবেলা থেকে বসতে থাকে বিভিন্ন ধরনের দোকান পাট, সকাল হবার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। মেলায় রয়েছে বড় মাছ, নতুন চাল, ডাল, কাঁচা বাজার, দই, চিড়া, মিষ্টি,জিলাপীসহ বিভিন্ন খাবারের দোকানে। খাবারের পাশা-পাশি রয়েছে মাটির বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা ।
মেলাতে আসা এক দোকানির সঙ্গে কথা হলে জানায়, দীর্ঘদিন ধরে এই নবান্ন মেলাতে মাটির তৈরি তৈজসপত্র বিক্রি করে আসছি। এখানে মাটির তৈরি হাড়ি,পাতিল, ঢাকনা, প্রদীপ, দিয়া, ছোট বাটিসহ নানা রকম মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করি আমরা।
পুরাতন বন্দরের বাসিন্দা নিতু সরকার জানান, নবান্ন মেলা শুধু মেলা না এটি আমাদের মিলন মেলা ও বলা যায়, সকল বয়সের ও সকল শ্রেণীর মানুষ এই মেলায় ভিড় জমায়।
স্থানীয়রা জানান, এই নবান্ন মেলা অনেক দিনের পুরনো। এই মেলায় বিভিন্ন রকমের দোকান বসতো যেমন বাঁশের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি তৈজসপত্র, বড় বড় মাছের দোকান, হরেক রকমের মিষ্টান্ন দোকান। বছরে এখানে এক দিনের জন্য নবান্নের মেলা হয়। আর এই মেলাতে আনন্দ উল্লাস এবং কেনাকাটা করতে বিভিন্ন এলাকা থেকে মানুষেরা আসেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং