কৃষ্ণা বসু
চারিদিকে ঝিনচ্যাক বাজনা বাজছে
কোমড় দুলিয়ে নেচে উঠছে নবীন যৌবন।
চারিদিকে পানীয়ের ফোয়াড়া বইছে
হাহা হোহো হুহু হিহি হাসির হররা বইছে
বিশ্ব আজ, বিক্রয় বাজারে পরিণত হল।
এই বিক্রয় বাজারের থেকে দূরে,
ঐ হুল্লোড়ের সমাবেশ থেকে দূরে,
ঐ উঠে চলে যাচ্ছে কন্যা।
চোখে জল, প্রত্যাখ্যানের অপমান ওকে দারুন বেজেছে,
ওর নাম কবিতা।
ও চলে যাচ্ছে পৃথিবী রেখার থেকে দূরে..
দিগন্ত রেখার থেকে ঢের দূরে…
ও চলে যাচ্ছে ..
ও আর ফিরে আসবে না!
ওকে একদিন শ্রেষ্ঠ শিল্প,
শীর্ষ শিল্প বলে কুর্নিশ করেছে সভ্যতা।
ও চলে যাচ্ছে, যাও ওকে ফিরে ডাকো।
ওকে ছাড়া সভ্যতা পঙ্গু ও বিপন্ন হয়ে যাবে,
ওর নাম কবিতা।
ওকে ফিরে ডাকো
ওকে ছাড়া সভ্যতা পঙ্গু ও বিপন্ন হয়ে যাবে
যাও ফিরে ডাকো, বড় অভিমানী ও
ও চলে যাচ্ছে,ও আর ফিরে আসবে না
চারিদিকে পণ্যের বাজার, আর ঝিনচ্যাক বাজনা বাজছে।