🖊 এস.এম জাহিদ চৌধুরী
একদা এক সুন্দরী পশ্চিমা নারী,
বেশ দূরে তার থাকার বসতবাড়ি।
গেছেন সমুদ্রে করিতে আদিম স্নান,
দিগম্বর হয়ে জলে শরীর ভাসান।
জলকেলির ঢেউয়ে দূরে যান চলে,
বেশকিছু দুরে, বস্ত্রের কথা গেলেন ভুলে।
সন্ধ্যা ঘনিয়ে আসে কুলে উঠে দেখে নারী,
নেই কোনো ভূষণ, ছিল যা হয়েছে চুরি।
লজ্জায় নির্জন পথে হেঁটে পৌঁছে সড়কে,
অনন্যোপায়ে ডাক দেয় ট্যাক্সি চালককে।
মিনতিতে বলে পৌঁছে দাও মোর ঠিকানায়,
নির্বাক চালক অবাক, রূপসীকে তাকায়।
লাস্যময়ী অপূর্ব সুন্দর নারী উঠেন রেগে,
চালক তুমি কি দেখনি কোন নারী, আগে?
চোখদ্বয় তোমার, আমার সারা শরীরে,
মাথা থেকে পায়ে দেখছে বারেবারে!
চৈতন্য ফেরাতে চালক বলে কিছু খুঁজি,
দেখছিনা শরীর, বরঞ্চ খুঁজি কোথায় পুঁজি।
যেতে গেলে আমায় দিতে হবে ভাড়ার টাকা,
রেখেছেন কোথায় শরীরেতো নেই বস্ত্রে ঢাকা।
কি বুঝা যায় গল্প কাহিনির মূল সারমর্ম,
যেকাজে লাগি তার লক্ষ্যই উন্নতির মূলধর্ম।
---------------
অক্টোবর ০৪, ২০২৩
খুলশী, চট্টগ্রাম।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং