শাহনাজ পারভীন মিতা
মধ্যরাত্রির নীরব চিৎকার
নিস্তব্ধতা ভেদ করে শুধুই হাহাকার,
চাঁদের আলোয় রুপালী জোছনা
প্রসাধনীর আড়ালে অশ্রুর দ্যোতনা।
কত মায়ায় সাজে কাজল চোখ
টুপটাপ জলে নীরব হাসি মুখ ,
আলোয় আলোয় ভাসে চরাচর
নদীজল বয়ে যায় হৃদয় সরোবর ।
কত ফুল ফোটে কত ঝরে পড়ে
বসন্ত বাতাসে অশান্ত সমীরণে,
আকুল হৃদয় মনের বাতায়নে
প্রেমের উচ্ছল চঞ্চল আহ্বানে।
এখনও কত পথ বাকী,পথের বাঁকে
তুমি শুধু তুমি ,দুহাত বকুল শাখে ,
অপার নিস্তব্ধ প্রহর শুধু বয়ে যায়
নদীজল ঢেউ হয় অপার মায়ায়।
কেউ কি থাকে !গোপন প্রণয় সুখে
রাতের আঁধারে গহন গহীন দুখে ॥
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং