------- রিতু নুর --------
এসো প্রিয় শান্তির বার্তা ছড়িয়ে দেই
ফুলে ফুলে প্রজাপতির মতো ঘুরি,
এসো প্রিয় সবুজের ছায়ায় উড়ি।
এসো প্রিয় সুরমা পাহাড় থেকে
সুরমা তুলে আনি।
চোখে চোখে পরিয়ে দিয়ে
তুলি নষ্ট চোখের ছানি।
এসো প্রিয় শান্তির বার্তা
ছড়িয়ে দেই পৃথিবী জুড়ে।
এসো প্রিয় হাতে হাত ধরে,
যাই বহুদূরে।
এসো প্রিয় পদ্ম জল থেকে
একশো আটটা নীল পদ্ম তুলে আনি
তার চরণে দেই
যে দেশের জন্য টেনে যায়
বার বার কলুর ঘানি।
এসো প্রিয় কুসুম সুরভী হয়ে
এসো প্রিয়
সারা জীবন যেওনা একা-একা
দুঃখগুলো বয়ে।
এসো মানবতার কাজ করি,
এসো প্রিয় মরতে হয় যদি এক সাথেই মরি
এসো প্রিয় শান্তির কাজগুলো করি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং