স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের অসুস্থ প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ ও তাঁর ছোটভাই পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। শনিবার রাতে ঢাকার বাসায় ডেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক বিএম জবল ই রহমদ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি দুই সাংবাদিকের স্বাস্থ্যের চিকিৎসার খোজ খবরের পাশাপাশি এলাকার মানুষের রাজনীতির খোঁজখবর নেন। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের সর্ম্পকেও খোঁজ নেন।তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের নানাভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে ঈদ ও পূজায় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ করে এলাকায় আলোচনায় এসেছেন। চলতি শীতে জেলার পাঁচটি উপজেলা কয়েক হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করেছেন। বর্তমানে তিনি নির্বাচন ও সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
পঞ্চগড়ের অসুস্থ দুই সাংবাদিকের চিকিৎসা সহায়তায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এগিয়ে আসায় সাদ্দাম হোসেনকে কৃতজ্ঞতা জানান অসুস্থ প্রবীণ সংবাদকমী শহীদুল ইসলাম শহীদ