স্টাফ রিপোর্টার।। মহান আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া।
অশেষ কৃতজ্ঞতা দেশরত্ন শেখ হাসিনা এবং আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের প্রতি তাঁরা আমার মতো ক্ষুদ্র কর্মীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা’র মাঝি নির্বাচিত করেছেন!
পঞ্চগড় এক আসন থেকে যাঁরা মনোনয়নের আবেদন করেছিলেন রাজনৈতিকভাবে তাঁরা প্রত্যেকেই আমার চেয়ে যোগ্য এবং দলের ত্যাগী কর্মী। নানান জরীপে তৃণমূলের সাধারণ মানুষ আমার প্রতি তাঁদের ভালবাসা ও সমর্থন দিয়েছেন বলেই হয়তো মনোনয়ন বোর্ড আমাকে বিবেচনা করেছেন।
অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা আমাকে পঞ্চগড় এক আসনের রিক্সাওয়ালা,কুলি,হকার,মটর শ্রমিক, হোটেল শ্রমিক, পাথর-বালি শ্রমিক, ক্ষুদ্র চাষি, আলেম সমাজ, দরিদ্র শিক্ষার্থী তাঁদের একজন মনে করেছেন বলেই আমার দল আমাকে স্বীকৃতি দিয়েছে! আজ আমি চিৎকার করে বলতে পারি নিম্নবর্গের মানুষ হিসেবে আমি গর্বিত!
ফলাফল জানার পর অনেকেই এসএমএস করেছেন। অসংখ্য মানুষ ফোন করেছেন তাঁদের অনেকের ফোন ধরতে পারিনি বলে ক্ষমা চাইছি। ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছিল! তাই অনেক সময় ফোন বন্ধও হয়ে গিয়েছিল।
সকলের কাছে আশীর্বাদ চাই আমি যেন আমার দল ও পঞ্চগড় এক আসনের জনগণের বিশ্বাস ও আস্থার মর্যাদা রাখতে পারি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু