রাঙ্গামাটি শহরে শিশু বলাৎকারে অভিযুক্ত যুবকের আমৃত্যু কারাদণ্ড রাঙ্গামাটিতে ১১ বছরের শিশুকে বলাৎকারে অভিযুক্ত যুবক ওমর সাদেক রিয়াদ (২১)কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত গতকাল দুপুরে এই রায়ের আদেশ দিয়েছেন। আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৯ই অক্টোবর ১১ বছর বয়সী ভিকটিম তার বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাসস্ট্যান্ডে খেলতে যায়। খেলার একপর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। আদালত জানায়, পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলো। কারাদণ্ড ছাড়াও ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে এক লাখ টাকা জরিমানা দণ্ড পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত করতে পারায় আদালত আসামিকে আমুত্যু কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি মেসেজ যাবে এবং এই ধরনের অপরাধ কমে আসবে বলেও জানান তিনি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং