প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ২:০৩ পি.এম
আমি উপোষী
শাপভ্রষ্ট আমি—
কলপে ঈশ্বর —
বিশ্বাসে —একঈশ্বরবাদ
তন্দ্রাঘোরে— কালেমা
বন্দেগী —তালকাটা
জিন্দেগী—উজার!
দু-হাত তোলে আকাশপানে
কুরসিতে বসা আমার রব!
শাপভ্রষ্ট হবার জন্যে ঈশ্বরের ঘরে
নিপতিত হয়ে প্রার্থনা করে গেছি—!
তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন আপন মনে!
কেনো এ অভিসম্পাত—!
কে জানে—!?
পূর্বজন্মের শাপ নাকী
বি-ফল মনোজগতের আরাধনা!
হৃষ্টপুষ্ট পাপ আমাকে জড়িয়েছে
—কাঙ্গাল করে!
অকরণি ইচ্ছের সেতার বাজে কর্ণকুহরে!
স্বেচ্ছা নির্বাসনে যাই কি করে—!
অলীক চাওয়া দুটো অভিধেয়—
দৈবচয়ন দৈবজ্ঞ ভাবে হয়নি—
বীর্য বহন করেছিলাম.....
তাই ভ্রুণের গর্ভপাত—!
ধীরে ধীরে—নিপতিত —!
শিঁরে ঈশ্বরের ছাউনি নেই
নেই দু-বেলার দু-মুঠো আহার!
বিভ্রষ্টতায় চুপটি মেরে—যাপিত জীবনের অন্বেষা!
বেপরোয়া উৎকেলিত জীবনের
হাড়ে হাড়ে সমবেদনা—!
নিৎপীড়নের সারাৎসার—!
প্রত্যয়্যোগ্য— এক আদম সন্তান
ঝুড়ি মেলে না ধরলেও
আসমানের কঠিন রোদ্দুরে
সামিয়ানা টেনে ধরেছেন!
তিনি আস্থাশীল অবলম্বন —!
তবে ক-বেলা—
ক-দিন—!
কতোকাল—হে ঈশ্বর?
কালের কি ছুটি নেই—তাপিত জীবনে?
তবে কি মৃত্যু ঘন্টা—!?
জানা নেই— জানিনা!
প্রশ্নাতীত জীবনে কেউ কি দাঁড়ায়?
শ্রয়ণ কতোটা নির্ভার বা নির্ভরযোগ্য—?
নাকি লখিন্দরের বাসর ঘরের সাপলুডুর খেলা?
ভেলায় ভেসে ভেসে—জীবনের
আটচল্লিশ বসন্ত প্রায়ই শেষ!
দ্ব্যর্থহীন জীবন কি নেই —?
পাবোনা ঈশ্বর —?
অনুকম্পা বড় কষ্টের বিষয়!
কণ্ঠরোধ কতোটা বিনয়ের—ঈশ্বর?
সংযতবাক কিংবা মুক হয়ে থাকার অভিলাষে
কি করে বাঁচি—!
কথা বলার অধিকার চাই
হে রাহিম রহমান —!
দ্ব্যর্থহীন প্রত্যয়ে কথা বলতে চাই
বিশ্ব কাঁপিয়ে—!
বলতে চাই — আমি উপোষী... আমি উপোষী
....আমি উপোষী!
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং