বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : দলীয় মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলামের ভাতিজা। দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদ সদস্যের বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনকে। মঙ্গলবার বিকাল ৫টায় তিনি ঠাকুরগাঁও-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার ও ইউএনও বিপুল কুমারের নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার ও ইউএনও বিপুল কুমার বলেন, পদত্যাগপত্রটি গ্রহণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে। গৃহিত হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে স্থানীয় সরকার। ঠাকুরগাঁও-২ আসন থেকে এমপি দবিরুল ইসলাম, তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন, ছোট ভাই মোহাম্মদ আলী ও তার ছেলে আলী আসলাম জুয়েলসহ ১২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। রবিবার আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আসনটি বর্তমান সংসদ সদস্যের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। ইউএনও আরও জানান, তাঁর কার্যালয় থেকে আজ মঙ্গলবার দুটি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দুজন প্রার্থী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সুজন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এবং কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৬২০ জন ভোটার রয়েছেন। তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। এরপরে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর, ওই দিনই শুরু হবে প্রার্থীদের প্রচারণা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে প্রচারণা এবং ৭ জানুয়ারি সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং