ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা প্রদান করলেন সাহারিয়া খাঁন বিপ্লব। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে তিনি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হাবীব এর হাতে জেলা প্রশাসক বরাবরে ইস্তেফা পত্র প্রদান করেন।
ইস্তফা পত্র প্রদানের পরে উপজেলা পরিষদ চত্তরে সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের মানুষের প্রানের দাবীর প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে ইস্তেফা দিলাম," আমি জনগনের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হয়ে গত ২৫ এপ্রিল হতে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এবার সাধারণ মানুষের কাংখিত প্রত্যাশা পূরনে (প্রয়াত এমপি) ডা: ইউনুস আলী সরকারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষে এবং দুই উপজেলার সার্বিক উন্নয়নে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্যই আজ জেলা প্রশাসক বরাবরে ইস্তেফা পত্র প্রদান করলাম। তিনি আরো বলেন , দুই উপজেলার সচেতন ভোটারদেরকে সামগ্রিক উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী বেছে নিয়ে পাড়ায় মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ভোটার সর্বসাধারণ । এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটাদের ভোটে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং