স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে বরণ করে নিয়েছেন তার কর্মী সমর্থকেরা। দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার পর প্রথম মঙ্গলবার দুপুরে তিনি বোদা উপজেলার ময়দানদিঘীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও রেলপথমন্ত্রীর বড় ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের কবর জিয়ারত করে পঞ্চগড় জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় হাজার হাজার নেতাকর্মী সমর্থক মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা করে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। এসময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। পরে শের-ই বাংলা পার্কের মুক্তমঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় নাইমুজ্জামান মুক্তা বলেন, আজকে আমি ৭৫ পরবর্তী যারা আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন তাদের স্মরণ করছি। আমি প্রয়াত নেতা বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেছি। আজকে হাজার হাজার নেতাকর্মী আমাকে বরণ করে নিতে গিয়েছিলেন। মনোনয়ন বোর্ডসহ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তরুণ ও প্রবীণদের সমন্বয় করে মনোনয়ন দিয়েছেন। আমি ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের সাথে ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করেছি। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করবো। অনেকে মনোনয়ন চেয়েছেন, কিন্তু পাননি। তারা সকলেই জনপ্রিয় নেতা। তাদের প্রতি কোন বিরুপ মন্তব্য বা আচরণ না করতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান। তিনি সকলকে সাথে নিয়ে নির্বাচন পরিচালনা করার ঘোষণা দেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মখলেছার রহমান রেজা, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি হাসানাত মো হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বাবা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখান থেকে ফিরে তিনি জেলা পরিষদ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং