কামরুন নাহার
আমি কি! না ।
না জানা অনেকে ই
সময় ই আমার পরম সত্য বন্ধু।
বদলাতে পেরেছি অবিরাম
কখনো কারোরই প্রয়োজন হয়নি।
আমার ভালো বন্ধু সময় ই আমাকে বারংবার অচেনা সবকিছুই চিনতে,
আমার বিবেকের পিছু নিয়ে আমাকে বাধ্য করে। নিজের অজস্র ভালো লাগার তিক্ততা আমাকে মধুরতায় রুপান্তর করে।
যখন ভাবনায় ক্লান্ত হয়ে যায় মন,
এই সময় ই আমার শান্তির নিঃশ্বাস নিতে মনে আনন্দ দেয়, বিরহ যখন মনকে অশান্ত করে, হতাশায় নিমজ্জিত হয় ক্ষত বিক্ষত হৃদয়।
ঠিক তখনই সময় আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয় মনকে। ভাবতে ভাবতেই চোখে হারায়
কিছু ভালো লাগার স্মৃতি, চারপাশ ঘিরে থাকা অন্ধকার
এমনি সময়ে এই সময় ই আমার অন্ধকারের সাথী হওয়া আলোর দিকে এগিয়ে চলার গতি।
মূহুর্তের মধ্যে একটা উত্তেজিত রূপ ধারণ করে আমাকে বারংবার প্রশ্নের সম্মুখীন থেকে নিরালায় আড়ালে স্বপ্নের মতো আগলে রাখে। যখন
দুচোখের পাতা দিয়ে শ্রাবণ ধারা অব্যাহত থাকে
ঠিক তখন সময় ই আমাকে আনন্দ ধারায় এক নিমিষেই হারিয়ে ফেলে। সময় ই আমার পরম সত্য বন্ধু এগিয়ে চলার গতি ও আনন্দ।
জেসীর লেখা