…........... জাহিদ চৌধুরী
কিছু কিছু অভ্যাস আছে, একদম বাজে,
দিনশেষে সবই শূন্য আসেনা কোন কাজে।
সময়ক্ষেপন, বাড়ে সাথে মস্তিষ্কে চাপ,
বেলাশেষে অহেতুক, করি যবে মাপ।
মনে মনে ভাবি, অভ্যাসে চাবি দেবনা আর,
পরদিনই শুরু আবার, মাত্র সময়ের ব্যাপার।
আবার বিবেচিত মন, মিনমিনে করে দৃঢ়পণ,
নাহি আর, যে করে হোক করিবো তারে বারণ।
অযথা কেন তারে করি ধারণ, কি কারণ,
আজিকে মন, আবারও করেছে আহরণ।
অভ্যাসগত আচরণের রেশ, কুকুরের লেজ,
যায়না দেয়া বাদ, অবস্বাদ মন হয় নিস্তেজ।
লাভ কিছু নেই তাতে, পারিনি দমাতে হাতে,
অভ্যাস ছাড়েনা, চাই যতো দূরে থাকতে।
মানুষ অভ্যাসের দাস, মনের অজান্তেই বিশ্বাস,
ভাবি তা, তাই অযথা ছাড়ি হামেশা ঘন নিঃস্বাস।
হে অবোধ, এ সংসারে তুমিই একান্ত তোমার,
অন্যসব আছে নিতে শুধুই তোমার উপকার।
এক্ষেত্রে তুমি নও প্রিয়জন, বরং প্রয়োজন,
অভ্যাস ছাড়ো, নিজেকেই ভবো আপনজন।
*****
খুলশী, চট্টগ্রাম
ডিসেম্বর ০১, ২০২৩
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং