স্টাফ রিপোর্টার।। ‘দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ন উদ্ভাবন’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে ১৯ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। এসময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলিউশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র্য বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বাংলদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র বিমোচন, শিক্ষা ব্যবস্হা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামাঞ্চলে।
পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন উর রশিদের সভাপতিত্বে ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধান, সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাল ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলী প্রমূখ।
সভায় বক্তারা এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দারিদ্র বিমোচনে বাস্তবায়িত, ছাগল পালন, গাভী পালন, রিক্সা ভ্যান প্রদান, মহিলাদের আত্ম কর্মস্থানে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, যুবদের কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ভূমিকা তুলে ধরেন।
পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৪ সালের ২ ডিসেম্বর স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দেশের দরিদ্র ও পিছিয়েপরা জনগোষ্ঠির উন্নয়নে অবদার রাখার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গঠন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ফাউন্ডেশন দেশের প্রায় ৩০০ স্থানীয় সহযোগি সংস্থার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনুদান প্রদান করছে এর মাধ্যমে সরা দেশে প্রতি বছর অসংখ্য দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন, যা এসডিজি এর লক্ষ্য মাত্র অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা আশা করি এই ধারা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে পঞ্চগড়ে এনজিও ফাউন্ডেশনের ৯টি পার্টনার এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #