–—-রিতু নুর ——-
কোন কর্মই মানব জীবনে ছোট না
জীবন জীবনের জন্যই
কর্ম শেখায়,
জীবন জীবনের জন্যই মানুষকে
বাঁচতে শেখায়।
ঐযে রানার চলেছে ছুটে
হাতে হারিকেন বল্লম নিয়ে,
মুখে হাক
দেয় থেকে থেকে ডাক।
সব বাধা দূরে ঠেলে,
চলছে প্রজাতির মত
রানার পাখনা মেলে।
কাকডাকা ভোরে শুনশান,
অলিগলির রাস্তা ধরে রানার ফেরে
জীবন নামের বুনো হাতি
তাকেও তো বাঁচতে শিখিয়েছে
কাজের মাধ্যমে।
কাজ কর একাগ্র চিত্তে
দাড়িয়ে যাও আকাশের বৃত্তে।
শূন্য থেকে পূর্ণ হলেই
বাড়বেই জীবনের দাম,
ছোট বলে অবহেলা নয় কোন কাম।
আকাশ বাতাস সাগর এতো সীমাহীন
তবু তারা বাঁচে কিন্তুু ভুমিহীন।।