রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন লাগা গাড়িটির চালক মো. তারেক (৪৫) হালকা দগ্ধ হয়।
নগর পুলিশের বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, রোববার রাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক বাসটির চালকের আসনের পাশের জানালা দিয়ে মশাল জাতীয় কিছু একটা ছুড়ে মারে। এতে বাসটির চালক হালকা দগ্ধ হয়। তবে বাসটিতে আগুন লাগেনি।
এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে আকবরশাহ থানা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং