এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম):-চট্টগ্রাম চান্দগাঁও পুলিশ উত্তর মোহরা এলকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান টিসিবির পণ্য উদ্বার সহ ৭ ব্যক্তিকে আটক করেছে।জানা যায়,টিসিবির পন্য কালোবাজারি মাধ্যমে সংগ্রহ করে বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে উদ্ধার করা হয় বিপুল পরিমান টিবিসির পণ্য।সূত্রে জানা যায়,গতকাল ১৭ডিসেম্ভর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর উত্তর মোহরা এজাহার শাহ মাজার সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ীর রাস্তার পাশে দেলোয়ারের গোডাউনে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫৪০০ লিটার সয়াবিন তেল , ৬৩৫০ কেজি মসুরের ডাল সহ, বিক্রয় লব্দ ১,৮৪,০০০ টাকাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।আটক আসামিরা হলেন, চান্দগাঁও থানাধীন পূর্ব মোহরা কাজীরহাট কাজী বাড়ির মৃত হাফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন, ভোলা জেলার লালমোহন থানাধীন চরলক্ষী এলাকার হাফিজ সওদাগর বাড়ীর মোঃ মনির, চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার নুর আলম, ভোলা জেলার লালমোহন থানাধীন রায়চাঁদ বাজার এলাকার খালেক মাষ্টারের বাড়ীর মোঃ মফিজুর ইসলামের ছেলে মোঃ জসিম, ভোলা জেলার লালমোহন থানাধীন চরভূতা এলাকার উত্তর জমাদার বাড়ীর মোঃ শহিদুল ইসলাম মোল্লার ছেলে সাগর মোল্লা , একই থানা এলাকার মোঃ শহিদুল ইসলাম মোল্লার ছেলে মোঃ সালমান ও একই এলাকার মোঃ লিটনের ছেলে মোঃ রায়হান।আটক আসামিদের বিরুদ্ধে১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(ডি) ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়।