প্রেম তুমি শুধুই শান্ত নদীজল
সূর্যের আলো রুপালী ঝলমল,
কখনও কাঁদাও কখনও হাসাও
কখনও শুধুই জলের গভীরে ভাসাও।
সেই জলে ভেসে যায় চুপকথা
ভেসে যায় জীবন শুধুই রুপকথা,
প্রেম বেঁচে রয় জল কথা কয়
স্বপনে আশায় শুধুই ভালোবাসায়
জলের গভীরে প্রেম হাতছানি দেয়
ঢেউয়ের দোলায় কত কথা কয়,
মুগ্ধ চোখে বিমুগ্ধ দৃষ্টি অপলক
প্রেম তুমি বিস্ময় অতল ঝলক!
সূর্য যখন ডুবে যায় জলের অতলে
প্রেম ফিরে আসে আবীরে ভূতলে,
রঙে রঙে সে কী এক অপরুপ খেলা
পৃথিবীর বুকে রঙধনু রঙের মেলা ।
প্রেম তুমি ভেসে থাকো রুপালী জলে
চোখের আয়নায় হৃদয়ের নিভৃত তলে ।