1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

বসন্তে //গোলাম সারোয়ার সম্রাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

কুহক যেমন দিগন্তের নিশীথ জুড়ে
বসন্তের রাতে চাঁদ যেমন খোলা আকাশে
এমন সময় তুমি ডাকলে আমায়
মওসুমী হাওয়ার মত অবিরাম।
অথচ নিশিকালীন আকাশে
কোন এক পাখির মত অবুঝ
দিকভ্রান্ত পড়েছি আমি
অথচ ডাকছো তুমি অবিরাম,
সাগরে জোছনার রাতের মত
উতলা উঁচু-নিচু স্বরে
ভ্রান্ত কোন এক রাগিনীর মত
যোজন যোজন পথ
দূর প্রান্তরে একা দাঁড়িয়ে-
ঘুমন্ত পানকৌড়ি কন্যার মত-
নিঝুম দরদী চোরাকাটার মত-
বিন্যস্ত খোঁপায় রয়েছো তুমি
প্রতিনিয়ত উষ্ণ হচ্ছো
সেভাবে ডাকছো আমাকে আকুল,
বসন্তের কামনা মাখা ঝড়ের রাতে
তোমার ডাকাতিয়া সুরে
পথ হারাচ্ছি আমি।
অথচ ছুটছি আমি সেই দিকেই
পরাবাস্তবতার শিকল কেটে
চলছি তোমার পানে -;
বসন্তের গান গাইবো আজ দুজনে
কুহুক রঙে আনন্দে-ভালোবাসায়।
——————————–

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং